Sunday, 9 September 2012

অনুভব - শ্রাবণী বসু


1 comment:

Unknown said...

হঠাৎ মিষ্টি গন্ধ এল নাকে
দেখি ফুটে আছে একটি ছোট ফুল
চোখেই পড়েনি আমার তাকে ।
মুহূর্তে বীণার তারে বেজে উঠল মালকোষ-
কেউ যেন বলে গেল আমার কানে কানে;
হয়তো আছে কোন মানে ।।

ছন্দময় সুন্দর লেখা...... চোখে না পড়া জীবনের এমন অনেক ছোট ছোট অনুভূতি মনে করিয়ে দেয় ! ধন্যবাদ শ্রাবণী বসু !!