আমরা, যারা লিখতে বা পড়তে ভালোবাসি, এইখানে আমরা একত্রিত হই । নিজের মনের গোপন কোণে, স্মৃতিবিজড়িত লেখা, যা আমাদের নিজস্ব কলমে ধরা পড়ে কখনো কখনো ।
আমরা লজ্জা পাই সে কথা লিখতে জনসমক্ষ্যে । অথবা হয়তো, আমরা নিজেদের লেখনী শক্তির কোনও ধারণাই রাখি না । আমরা কবি নই, আমরা লেখক নই...কিন্তু আমরাও পারি ।
আপনাদের সব্রকম যে কোনও ভাষায় যে কোনও লেখাকে স্বাগত জানাই । যারা লিখতে ভয় পান, তাঁরা উৎসাহ দিন অন্যকে লিখতে... একদিন আপনিও পারবেন ।
আপনাদের প্রত্যেকের সহযোগিতা ও শুভকামনা প্রার্থনা করি ।।
একদিন তোমার খারাপ লাগবে মুখোশে লুকানো, জমানো কথাগুলো আমায় দাও নি ব’লে। একদিন কষ্ট পাবে মনে মনে শুধু এই ভেবে যে, বুকের ভাঁজে ভাঁজে অজস্র কথার যে মেঘ লুকিয়ে আছে, তাদের জন্য আকাশ খোঁজনি বলে। কেঁদে উঠবে কোনদিন কোথাও, কখনো খালাস হওনি বলে।
2 comments:
MUKHOSH AR MUKH KE ETO SNEHOSIDRO ANTARIKATAR SATHE DEKHANOR CHESHTA KURNISHJOGYO.....
একদিন তোমার খারাপ লাগবে
মুখোশে লুকানো, জমানো কথাগুলো
আমায় দাও নি ব’লে।
একদিন কষ্ট পাবে মনে মনে
শুধু এই ভেবে যে,
বুকের ভাঁজে ভাঁজে
অজস্র কথার যে মেঘ লুকিয়ে আছে,
তাদের জন্য আকাশ খোঁজনি বলে।
কেঁদে উঠবে কোনদিন
কোথাও, কখনো খালাস হওনি বলে।
ভীষণ মন ছুঁয়ে যাওয়া একটি লেখা পড়লাম চৈতালি !!
Post a Comment