Friday, 19 October 2012

উজার করে যা - চৈতালী গোস্বামী


2 comments:

Unknown said...

MUKHOSH AR MUKH KE ETO SNEHOSIDRO ANTARIKATAR SATHE DEKHANOR CHESHTA KURNISHJOGYO.....

Unknown said...

একদিন তোমার খারাপ লাগবে
মুখোশে লুকানো, জমানো কথাগুলো
আমায় দাও নি ব’লে।
একদিন কষ্ট পাবে মনে মনে
শুধু এই ভেবে যে,
বুকের ভাঁজে ভাঁজে
অজস্র কথার যে মেঘ লুকিয়ে আছে,
তাদের জন্য আকাশ খোঁজনি বলে।
কেঁদে উঠবে কোনদিন
কোথাও, কখনো খালাস হওনি বলে।


ভীষণ মন ছুঁয়ে যাওয়া একটি লেখা পড়লাম চৈতালি !!