আমরা, যারা লিখতে বা পড়তে ভালোবাসি, এইখানে আমরা একত্রিত হই । নিজের মনের গোপন কোণে, স্মৃতিবিজড়িত লেখা, যা আমাদের নিজস্ব কলমে ধরা পড়ে কখনো কখনো ।
আমরা লজ্জা পাই সে কথা লিখতে জনসমক্ষ্যে । অথবা হয়তো, আমরা নিজেদের লেখনী শক্তির কোনও ধারণাই রাখি না । আমরা কবি নই, আমরা লেখক নই...কিন্তু আমরাও পারি ।
আপনাদের সব্রকম যে কোনও ভাষায় যে কোনও লেখাকে স্বাগত জানাই । যারা লিখতে ভয় পান, তাঁরা উৎসাহ দিন অন্যকে লিখতে... একদিন আপনিও পারবেন ।
আপনাদের প্রত্যেকের সহযোগিতা ও শুভকামনা প্রার্থনা করি ।।
2 comments:
Osadharon.....
আমার কিছু বলার নেই, বলার মতো শব্দের ভাণ্ডার নেই;
আমি যে আপ্লুত হই... অমিতাভ তোমার লেখার তুলনা কই ?
দারুণ লাগল ছন্দময়, সাবলীল এই লেখাটি পড়ে !!
Post a Comment