আমরা, যারা লিখতে বা পড়তে ভালোবাসি, এইখানে আমরা একত্রিত হই । নিজের মনের গোপন কোণে, স্মৃতিবিজড়িত লেখা, যা আমাদের নিজস্ব কলমে ধরা পড়ে কখনো কখনো ।
আমরা লজ্জা পাই সে কথা লিখতে জনসমক্ষ্যে । অথবা হয়তো, আমরা নিজেদের লেখনী শক্তির কোনও ধারণাই রাখি না । আমরা কবি নই, আমরা লেখক নই...কিন্তু আমরাও পারি ।
আপনাদের সব্রকম যে কোনও ভাষায় যে কোনও লেখাকে স্বাগত জানাই । যারা লিখতে ভয় পান, তাঁরা উৎসাহ দিন অন্যকে লিখতে... একদিন আপনিও পারবেন ।
আপনাদের প্রত্যেকের সহযোগিতা ও শুভকামনা প্রার্থনা করি ।।
2 comments:
Khub sundor laglo poRe kobitati.
জীবন দিয়ে জীবন লিখো,
মনের মাঝে স্মরণ রেখো...
মিটবে তোমার সব আশা,
জমাটি এক ভালোবাসা ।।
ভীষণ ছন্দময়, সুন্দর সাবলীল একটি কবিতা, যা সকলের ভালো লাগতে বাধ্য ।।
Post a Comment