আমরা, যারা লিখতে বা পড়তে ভালোবাসি, এইখানে আমরা একত্রিত হই । নিজের মনের গোপন কোণে, স্মৃতিবিজড়িত লেখা, যা আমাদের নিজস্ব কলমে ধরা পড়ে কখনো কখনো ।
আমরা লজ্জা পাই সে কথা লিখতে জনসমক্ষ্যে । অথবা হয়তো, আমরা নিজেদের লেখনী শক্তির কোনও ধারণাই রাখি না । আমরা কবি নই, আমরা লেখক নই...কিন্তু আমরাও পারি ।
আপনাদের সব্রকম যে কোনও ভাষায় যে কোনও লেখাকে স্বাগত জানাই । যারা লিখতে ভয় পান, তাঁরা উৎসাহ দিন অন্যকে লিখতে... একদিন আপনিও পারবেন ।
আপনাদের প্রত্যেকের সহযোগিতা ও শুভকামনা প্রার্থনা করি ।।
2 comments:
Khub bhalo laglo.
উপচেপড়া জোছনাকে নুন জলে স্নান করিয়ে
রুপালী আলো কে আরও ঝকঝকে করেছি।
অমানিশার বুকে এঁকেছি রক্তের পায়ের ছাপ,
বাতাবি ফুলের ঘ্রাণে মরণ শয্যাও সাজিয়ে ফেলেছি
ঘোরতর অনুরাগের স্বপ্ন ছোঁয়ায়!...
মুগ্ধ হলাম কবি !! ছুঁয়ে গেলো এক হিমেল শীতল পরশ...।। এমন লেখা আবারও পড়তে ইচ্ছা করে !
Post a Comment